ইলা বসু

ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী

ইলা বসু ( ১০ আগস্ট ১৯৩৬ – ২১ সেপ্টেম্বর, ১৯৯১) ছিলেন একজন ভারতীয় বাঙালি জনপ্রিয় সঙ্গীতশিল্পী যিনি মূলত বাংলা আধুনিক গান ও নজরুলগীতিতে বিশেষ অবদান রেখেছেন। [১]

ইলা বসু
জন্ম(১৯৩৬-০৮-১০)১০ ���গস্ট ১৯৩৬
হাওড়া, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
মৃত্যু২১ সেপ্টেম্বর ১৯৯১(1991-09-21) (বয়স ৫৫)
পেশাকণ্ঠশিল্পী
কার্যকাল১৯৫০ –১৯৯১

ইলা বসুর জন্ম ব্রিটিশ ভারতের হাওড়ার এক সাঙ্গীতিক পরিবারে। মাত্র সাত বৎসর বয়সে এলাহাবাদে আয়োজিত সর্বভারতীয় সঙ্গীত সম্মেলনে ধ্রুপদী সঙ্গীতে প্রথম স্থান অধিকার করেন। তিনি ননীগোপাল মিত্র ও পরে নজরুলগীতির প্রবাদপ্রতিম শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্রের কাছে সঙ্গীতের শিক্ষা নেন। আকাশবাণী কলকাতার নিয়মিত গায়ক হয়ে যান। বেতারের জনপ্রিয় মহিষাসুরমর্দিনী প্রভাতী অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন। ভজন, গজল, রাগপ্রধান ও নজরুলগীতিতে ছিল তার অবাধ বিচরণ। নজরুল ইসলামের রচনা ও সুরের যথার্থ মর্মবাণী তার অপূর্ব কণ্ঠ মাধুর্যে অসামান্য জনপ্রিয়তা লাভ করে। গৌর গোস্বামীর সুরে চাঁদ ডুবে যায় যাক না গানটি প্রথম গ্রামোফোন রেকর্ডে প্রকাশিত হয়। বহু বাংলা এবং কিছু ওড়িয়া ও অসমিয়া চলচ্চিত্রে নেপথ্য সঙ্গীতে কণ্ঠদান করেছেন তিনি। প্রায় দুশো গান গ্রামোফোন কোম্পানী রেকর্ড করেছেন। তার গাওয়া বিখ্যাত গানের মধ্যে আছে―

আধুনিক গান―
নজরুলগীতি―
  • ওরে নীল যমুনার জল
  • আজো কাঁদে কাননে কোহেলিয়া
  • ঝরা ফুল দলে কে অতিথি
  • তোমার আঁখির কসম সখি

নেপথ্যকণ্ঠ প্রদান করেছেন সে সমস্ত তাদের মধ্যে উল্লেখযোগ্য হল―

  • দুই ভাই (১৯৬১)
  • বিপাশা (১৯৬২)
  • সাবরমতী (১৯৬৯)
  • চিরদিনের (১৯৬৯) [২]

সঙ্গীতের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য অনেক পুরস্কারও পেয়েছেন। [১]


তথ্যসূত্র

সম্পাদনা
  1. অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, জানুয়ারি ২০১৯ পৃষ্ঠা ৬৪, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-২৯২-৬
  2. "Ila Bose - Filmiclub"। সংগ্রহের তারিখ ২০২২-০৮-০৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]