ধর্মীয় স্থাপত্যে গির্জা বুরূজ বলতে গির্জার সম্মুখভাগে বা কেন্দ্রে ছাদের উপরে স্থাপিত সংকীর্ণ কিন্তু সুউচ্চ এ��� ধরনের কাঠামোকে বোঝায়, যার উপরে সাধারণত ক্রমাগতভাবে সরু মোচাকৃতির চূড়া বা গির্জাশিখর থাকে। পাশ্চাত্যে সাধারণত খ্রিস্টান গির্জাগুলিতেই এ ধরনের কাঠামো সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। তবে অনেক সময় সরকারী ভবনগুলিতেও যেমন নগর ভবনের ছাদেও এ ধরনের কাঠামো দেখা যায়। কখনও কখনও এগুলি (মসজিদের মিনারের মত) মূল ভবন থেকে আলাদাভাবে থাকতে পারে। এগুলিতে ঘণ্টাঘর ও অন্যান্য উপাদান থাকতে পারে। ধর্মীয় স্থাপত্যের দৃষ্টিকোণ থেকে গির্জা বুরূজগুলিকে পবিত্র স্বর্গ অভিমুখী কাঠামো হিসেবে বিবেচনা করা হয়।[১]

একটি গির্জা বুরূজ ও তার উপাদানসমূ: গির্জাশিখর (Spire), ঘণ্টাঘর (Belfry) ও লণ্ঠনঘর (Lantern)
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের নগর ভবনের গির্জাবুরূজসদৃশ কাঠামো

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ""Is it true that church steeples are pagan in origin?""। ২০০৬-১০-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-০১-২৬ 

আরও দেখুন

সম্পাদনা