বিষয়বস্তুতে চলুন

ডেভিড হেয়ম্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডেভিড হেয়ম্যান
২০০৯ সালে ডেভিড হেয়ম্যান
জন্ম
ডেভিড জোনাথন হেয়ম্যান

(1961-07-26) ২৬ জুলাই ১৯৬১ (বয়স ৬৩)
লন্ডন, যুক্তরাজ্য
জাতীয়তাব্রিটিশ
মাতৃশিক্ষায়তনওয়েস্টমিন্সটার স্কুল
হার্ভার্ড ইউনিভার্সিটি
পেশাচলচ্চিত্র নির্মাতা
দাম্পত্য সঙ্গীরোজ ইউনিয়াক

ডেভিড হেয়ম্যান (ইংরেজিতে: David Jonathan Heyman; জন্ম ২৬ জুলাই, ১৯৬১) একজন ইংরেজ চলচ্চিত্র নির্মাতা এবং হেয়ডে ফিল্মস নামক চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানের কর্ণধার। ১৯৯৯ সালে হেয়ম্যান হ্যারি পটার-এর চলচ্চিত্ররূপ দেবার স্বত্ব পান, পরবর্তীতে তিনি হ্যারি পটার সিরিজের আটটি চলচ��চিত্র নির্মাণ করেন। গ্র্যাভিটি চলচ্চিত্রের জন্যে ২০১৩ সালে তিনি প্রযোজক হিসেবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হন। হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান-এর পর আলফোনসো কুয়ারোনের সাথে হেয়ম্যানের যৌথভাবে নির্মিত দ্বিতীয় চলচ্চিত্র এটি।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]