বিষয়বস্তুতে চলুন

বনপর্ব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বনপর্ব মহাভারত মহাকাব্যের আঠারোটি পর্বের মধ্যে তৃতীয় পর্ব।[১] বনপর্বের মধ্যে ২১ টি উপপর্ব ও ৩২৪ টি অধ্যায় আছে।[২][৩][৪][৫] এটি মহাভারতের বড় পর্বগুলোর একটি। এই পর্বে পাণ্ডবদের দ্বাদশবর্শব্যাপী বনবাস কাল, তাদের বিভিন্ন ঋষির সংস্পর্শে অর্জিত শিক্ষা এবং সেসব শিক্ষা তাদের চরিত্র গঠনে কীভাবে সাহায্য করেছিল ���া বর্ণিত হয়েছে। মহাভারতের এই অন্যতম দীর্ঘ পর্বে নীতি-নৈতিকতা ও পাপ-পুণ্যের বিষয়ে অনেক আলোচনা আছে। এছাড়া এই পর্বে নানা উপাখ্যান যেমন "অজগর - যুধিষ্ঠির সংবাদ", "শ্যেন - কপোত উপাখ্যান", "নল - দময়ন্তীর উপাখ্যান" ও সাবিত্রি - সত্যবানের উপাখ্যান বর্ণিত হয়েছে।

গঠনশৈলী ও অধ্যায়সমূহ[সম্পাদনা]

১। আরণ্যকপর্ব
যুধিষ্ঠির ও অনুগামী ব্রাহ্মণগণ - সূর্যদত্ত তাম্রস্থালী
ধৃতরাষ্ট্রের অস্থিরমতি
ধৃতরাষ্ট্র সকাশে ব্যাসমৈত্রেয়
২। কির্মীরবধপর্ব
কির্মীরবধের বৃত্তান্ত
৩। অর্জুনাভিগমনপর্ব
কৃষ্ণের আগমন - দ্রৌপদীর ক্ষোভ
শাল্ববধের বৃত্তান্ত - দ্বৈতবন
দ্রৌপদী ও যুধিষ্ঠিরের বাদানুবাদ
ভীম ও যুধিষ্ঠিরের বাদানুবাদ - ব্যাসের উপদেশ
অর্জুনের দিব্যাস্ত্র সংগ্রহে গমন
৪। কৈরাতপর্ব
কিরাতবেশী মহাদেব - অর্জুনের দিব্যাস্ত্র লাভ
দময়ন্তী ও রাজহংস
৫। ইন্দ্রলোকাভিগমনপর্ব
ইন্দ্রলোকে অর্জুন - উর্বশীর অভিসার ও অর্জুনকে অভিশাপ
৬। নলোপাখ্যানপর্ব
ভীমের অধৈর্য - মহর্ষি বৃহদশ্ব
নিষধরাজ নল - দময়ন্তীর স্বয়ম্বর ও নলকে পতিরূপে বরণ
কলির আক্রমণ - নল ও পুষ্করের দ্যূতক্রীড়া
নল - দময়ন্তীর বিচ্ছেদ - দময়ন্তীর পর্যটন
কর্কোটক নাগ - মলের রূপান্তর
প্ত্রালয়ে দময়ন্তী - নল ও ঋতুপর্ণের বিদর্ভযাত্রা
নল ও দময়ন্তীর পুনর্মিলন
নলের রাজ্যোদ্ধার
৭। তীর্থযাত্রাপর্ব
যুধিষ্ঠিরাদির তীর্থযাত্রা
ইল্বল - বাতাপি - অগস্ত্যলোপামুদ্রা - ভৃগুতীর্থ
দধীচি - বৃত্রবধ - সমুদ্রশোষণ
সগররাজা - ভগীরথের ভূতলে গঙ্গানায়ন
ঋষ্যশৃঙ্গের উপাখ্যান
পরশুরামের ইতিহাস - হৈহয়াধিপতি কার্তবীর্যার্জুন
প্রভাস - চ্যবন ও সুকন্যা - অশ্বিনীকুমারদ্বয়
মান্ধাতা, সোমক ও জন্তুর ইতিহাস
উশীনর, কপোত ও শ্যেন
উদ্দালক, শ্বেতকেতু, কহোড়, অষ্টাবক্র ও বন্দী
ভরদ্বাজ, যবক্রীত, রৈভ্য, অর্বাবসু ও পরাবসু
নরকাসুর - বরাহরূপী বিষ্ণু - বদরিকাশ্রম
সহস্রদলপদ্ম - ভীম - হনুমান সংবাদ
ভীমের সুবর্ণপদ্ম সংগ্রহ
৮। জটাসুরবধপর্ব
জটাসুরবধ
৯। যক্ষযুদ্ধপর্ব
ভীমের সহিত যক্ষ - রাক্ষসাদির যুদ্ধ
১০। নিবাতকবচযুদ্ধপর্ব
অর্জুনের প্রত্যাবর্তন - নিবাতকবচ ও হিরণ্যপুরের বৃত্তান্ত
১১। আজগরপর্ব
অজগর, ভীম ও যুধিষ্ঠির
১২। মার্কণ্ডেয়সমস্যাপর্ব
কৃষ্ণ ও মার্কণ্ডেয়র আগমন - অরিষ্টনেমা ও অত্রির কথা
বৈবস্বত মনু ও মৎস্য - বালক্রূপী নারায়ণ
পরীক্ষিৎ ও মণ্ডুকরাজকন্যা - শল, দল ও বামদেব
দীর্ঘায়ু বক ঋষি - শিবি ও সুহোত্র - যযাতির দান
অষ্টক, প্রতর্দন, বসুমনা ও শিবি - ইন্দ্রদ্যুম্ন
ধুন্ধুমার
কৌশিক, পতিব্রতা ও ধর্মব্যাধ
দেবসেনাকার্তিকেয়
১৩। দ্রৌপদীসত্যভামাসংবাদপর্ব
দ্রৌপদী ও কৃষ্ণপত্নী সত্যভামার কথোপকথন
১৪। ঘোষযাত্রাপর্ব
দুর্যোধনের ঘোষযাত্রাগন্ধর্বহস্তে নিগ্রহ
দুর্যোধনের প্রয়োপবেশন
দুর্যোধনের বৈষ্ণবযজ্ঞ
১৫। মৃগস্বপ্নদ্ভব ও ব্রীহিদ্রৌণিকপর্ব
যুধিষ্ঠিরের স্বপ্ন - মুদ্গলের সিদ্ধিলাভ
১৬। দ্রৌপদীহরণপর্ব
দুর্বাসার পারণ
জয়দ্রথ কর্তৃ��� দ্রৌপদীহরণ
১৭। জয়দ্রথবিমোক্ষণপর্ব
জয়দ্রথের নিগ্রহ ও মুক্তি
সাবিত্রি ও সত্যবান
১৮। রামোপাখ্যানপর্ব
শ্রীরামের উপাখ্যান
১৯। পতিব্রতামাহাত্ম্যপর্ব
সাবিত্রি - সত্যবান উপাখ্যান
২০। কুণ্ডলাহরণপর্ব
কর্ণের কবচ - কুণ্ডল দান
২১। আরণ্যেয়পর্ব
যক্ষ - যুধিষ্ঠিরের প্রশ্নোত্তর
ত্রয়োদশ বৎসরারম্ভ

উৎস[সম্পাদনা]

  • রাজশেখর বসুর মহাভারত
  • উইকিপিডিয়া তথ্যভাণ্ডার

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. van Buitenen, J.A.B. (1975) The Mahabharata: Book 2: The Book of the Assembly Hall; Book 3: The Book of the Forest. Chicago, IL: University of Chicago Press
  2. Ganguli, K.M. (1883-1896) "Vana Parva" in The Mahabharata of Krishna-Dwaipayana Vyasa (12 Volumes). Numerous editions
  3. Dutt, M.N. (1896) The Mahabharata (Volume 3): Aranya Parva. Calcutta: Elysium Press
  4. van Buitenen, J.A.B. (1973) The Mahabharata: Book 1: The Book of the Beginning. Chicago, IL: University of Chicago Press, p 476
  5. Debroy, B. (2010) The Mahabharata, Volume 1. Gurgaon: Penguin Books India, pp xxiii - xxvi

বহিঃসংযোগ[সম্পাদনা]